প্রিয় গ্রাহক, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। জন্মের ছয় মাস বয়স পর্যন্ত বেশিরভাগ শিশুই তাদের ওজন অনুযায়ী (প্রতি কেজির জন্য ১৫০ থেকে ২০০ মিলি লিটার ) দুধ খেতে চাইবে। এই পরিমান বিভিন্ন শিশুর জন্য বিভিন্ন রকম হতে পারে। বেশিরভাগ শিশুই আস্তে আস্তে একটি নির্দিষ্ট খাদ্যাভ্যাস গড়ে তোলে, তাদের খাওয়ার পরিমান ও কতক্ষন পর পর তারা খাবে তা একেক শিশুর জন্য একেক রকমের হয়। আপনার শিশু খাওয়ার আগ্রহ দেখালে তাকে খেতে দিন। বাচ্চারা অল্প করে বারে বারে খেতে চায়, অতএব ফীডারের সব দুধ তারা একবারে নাও শেষ করতে পারে। তবে আপনার বাচ্চা একসাথে অনেকটুকু দুধ খেলেও আবার তার খিদে পেতে বেশিক্ষন নাও লাগতে পারে। আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি। আর কোন প্রশ্ন থাকলে, মায়া আপাকে জানাবেন, রয়েছে পাশে সবসময়, মায়া আপা ।
প্রশ্ন করুন আপনিও