প্রিয় গ্রাহক,আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ।গ্রাহক, অনেক সময় ব্রন বা বিষফোড়ার কারনে এমন হতে পারে। আক্রান্ত স্থানে নিওবেক্রিন অয়েন্টমেন্ট ১ মাস লাগাতে পারেন। তবে যদি পূর্বেকার দাগ হয় সেক্ষেত্রে এই মলম কাজে নাও দিতে পারে।আমাদের দেশের মানুষদের গায়ের রঙ শ্যামলা হওয়ায় আমাদের গায়ের ভাঁজগুলো সাধারনত কালো হয়ে থাকে। আবার যত্ন না নেওয়ার জন্যও এমন হয়ে থাকে। এর জন্য ত্বকের সাথে মানানসই হলে লেবু-চিনির একটি মিশ্রণ ব্যবহার করতে পারেন। তবে ত্বকে কোন বিষফোঁড়া বা ব্রণ জাতীয় কিছু থাকলে এটি ব্যবহার না করে ভালো। আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি।আর কোন প্রশ্ন থাকলে, মায়া আপাকে জানাবেন,রয়েছে পাশে সবসময়,মায়া আপা ।
প্রশ্ন করুন আপনিও