প্রিয় গ্রাহক,আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ।কালো দাগ দূর করতে দারচিনি গুঁড়া এবং মধুর মিশ্রণ কালো দাগের উপর দিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলবেন। এছাড়া কালো দাগের উপর বেবি অয়েল লাগিয়ে ঘুমাতে পারেন। এতে কিছুদিনের মধ্যেই কালো দাগ চলে যাবে।আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি।আর কোন প্রশ্ন থাকলে, মায়া আপাকে জানাবেন,রয়েছে পাশে সবসময়,মায়া আপা ।
প্রশ্ন করুন আপনিও