গ্রাহক, প্রশ্নের জন্য ধন্যবাদ। ইমপ্ল্যান্ট এর কিছু সাইড ইফেক্ট রয়েছে যেমন এটা পরানোর প্রথম দিকে অল্প অল্প ব্লাড যেতে পারে,পিরিয়ড অনিয়মিত হতে পারে আবার অতিরিক্ত ব্লাড যেতে পারে। এগুলো কয়েক মাসের মধ্যে এমনিতেই ঠিক হয়ে যায়।আপনার ব্লিডিং বন্ধ না হলে একজন গাইনোকলোজিস্ট এর সাথে দেখা করুন।
প্রশ্ন করুন আপনিও