গ্রাহক, প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনার স্ত্রীর পিরিয়ড কি নিয়মিত। যদি পিরিয়ড নিয়মিত হয় এবং চক্র যদি২৬-৩২ দিনের হয় তাহলে মাসিকের প্রথম ৭দিন এবং ২২তম দিন থেকে পরবর্তী মাসিক শুরু হওয়া পর্যন্ত সেইফ পিরিয়ড। এসময়ে অনিরাপদ সেক্স করলে বাচ্চা হওয়ার সম্ভবনা কম।তারপর ও এটা ১০০% নিরাপদ নয় কিছু ঝুকি থেকে যায়।এমার্জেন্সি পিল খেয়ে নেয়াটা ভালো হবে।
প্রশ্ন করুন আপনিও