গ্রাহক, যখন সহবস করা হয় তখন যৌনপথে ঘর্ষন হয়ে থাকে টানা৷ তখন পিচ্ছিল থাকায় আর যৌন অনুভূতির জন্য সেটা টের পাওয়া যায় না৷ পরে সহবাস শেষ হওয়ার পর কিনবা অর্গাজম হয়ে যাওয়ার পর ব্যাথা বোধ গুলো প্রকট হয়৷ আপনি কুসুম গরম পানিতে বসে হিপ বাথ নিতে পারেন৷ উপকৃত হবেন৷ আশা করি আপনাকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ। মায়া
প্রশ্ন করুন আপনিও