গ্রাহক, কুসুম গরম পানিতে লবন, শ্যাম্পু দিয়ে ভালো করে পা ভিজিয়ে ঝামা দিয়ে ঘষে ঘষে মরা চামড়া তুলে ফেলতে হবে। এরপর পা ধূয়ে শুকিয়ে ভালো ভেসলিন, লোশন সাথে গ্লিসারিন লাগাবেন, সুতির মোজা পরে থাকবেন তখন৷ এভাবে সম্ভব হলে এক দিন পর পর করবেন৷ আশা করি ঠিক হয়ে যাবে৷ পানি খাবেন অবশ্য অবশ্য ২-৩ লিটার করে প্রতিদিন৷ ভিটামিন ই, সি যুক্ত খাবার খাবেন৷ আশা করি আপনাকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ। মায়া
প্রশ্ন করুন আপনিও