প্রিয় গ্রাহক চাপে ঘষা লেগে মূত্রনালিতে ইরিটেশন হলে জ্বালাপোড়া হতে পারে। দীর্ঘক্ষণ মিলন আর যৌন স্থানের শুষ্ক ভাবও এর গুরুত্বপূর্ণ কারণ। প্রস্রাব নালীতে ইনফেকশন হলেও এই সমস্যা হতে পারে। যদি প্রস্রাব যৌন স্থানে লাগার পর জ্বালাপোড়া হয় তবে ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি।যৌনির শুষ্কতা থেকেও হতে পারে, মিলনেরসময় ফার্মেসি থেকে মিলনের লুব্রিকেন্টব্যবহার করতে পারেন, সমাধান না হলেডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে।গ্রাহক, ডাক্তারের সাথে ফোনে কথা বলে প্রয়োজনীয় ওষুধ ও পরামর্শ পেতে আমাদের প্রেসক্রিপশন প্যাকেজ থেকে প্রশ্ন করতে পারেন, প্রেসক্রিপশন প্যাকেজটি ৫০% ছাড়ে কিনতে এই লিঙ্কটি ক্লিক https://maya.com.bd/package_redirect করুন। আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি। আপনার আর কোন প্রশ্ন থাকলে আমাদের জানাবেন। পাশে আছি সবসময়, মায়া।
প্রশ্ন করুন আপনিও