ধন্যবাদ আপনাকে। আমি কি জানতে পারি কোমরে পিছন সাইডে মানে কোথায় ? বেকায়দায় বসা, কোন ভারি জিনিস ওঠানো,বহন করা,টানা বা ধাক্কা দেয়া,অনেক্ষন ধরে দাঁড়িয়ে বা কুঁজো হয়ে থাকা,একটানা দীর্ঘসময় গাড়ী চালানো কোমড় ব্যাথার কিছু সাধারন কারন । অনেকসময় কোন নির্দিষ্ট কারন ছাড়াই কোমড় ব্যাথা হতে পারে । আমি কি জানতে পারি প্রসাব কি ঠিক মত হয় ? কোন ভারী কাজ করা যাবে না। হাল্কা কুশুম গরম সেক দিতে পারেন। ব্যথার জন্য নাপা ট্যাবলেট খেতে পারেন। বমি বমি ভাবের জন্য এন্টি এমিটিক খেতে পারেন। পর্যাপ্ত পানি পান করবেন। অনেক সময় মাংশ পেশিতে টান লাগলে এমন হতে পারে। আপনি পরবর্তিতে একজন মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিন। আরও প্রশ্ন থাকলে জানাবেন আমাদের। ধন্যবাদ।
প্রশ্ন করুন আপনিও