গ্রাহক, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। লিঙ্গের রগ ফুলে যাওয়া বলতে তা কখন থেকে, কিধরনের ফুলেছে, ব্যাথা আছে কিনা, সবসময় একই রকম থাকে কিনা বিস্তারিত জানতে হবে। লিংগ উত্তেজিত হলে তখন এর রগ বা শিরা উপশিরা গুলোতে রক্ত সাপ্লাই বেড়ে যায়,তাই তা ফুলে যায়। তবে প্রদাহ হলে বা ফুলে গিয়ে ব্যাথা হলে ডাক্তার দেখিয়ে নিতে হবে।
প্রশ্ন করুন আপনিও