প্রিয় গ্রাহক,আপনার মনের অনুভূতি গুলো আমার সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনি অনেক বেশি হতাশ ও ডিপ্রশনে ভুগছেন। আমি আপনার কষ্টের জায়গা কিছু টা হলেও বুঝতে পারছি। তবে আমরা যখন একটা চিন্তার মাঝেই থাকি তখন কিন্তু আমাদের মাঝে অন্য চিন্তা গুলো আর সেভাবে কাজ করে না। এর মানে এই নয় যে আপনার মাঝে গুণ নেই। আপনার মাঝেও ওণেক গুণ আছে সেগুলোকে অন্য কোন সেক্টরে লাগানো যায় কিনা ভেবে দেখা, প্রয়োজোনে ছোট কিছু দিয়ে শুরু করা এবং মানুষের সাথে contact রাখার চেষ্টা করা। আমরা যতবেশি contact রাখব তত বেশি আমাদের তথ্য আসবে এবং কাজের সুযোগও সৃষ্টি হবে বলে আশা করছি। আশা ও চেষ্টা মাঝেই প্রকৃত success নির্ভর করে। তাই আশা ছাড়া যাবে না জীবনে এবং একটা লক্ষ্য নিয়ে নিদির্ষ্ট গোলের দিকে আগাতে থাকলে আপনার জীবনেও ভাল কিছু আসবে বলে আশা করছি। আশা করি কিছু টা সাহায্য করতে পেরেছি। আর কোন প্রশ্ন থাকলে মায়াকে জানাবেন। আপনার প্রয়োজনে রয়েছে পাশে সব সময় মায়া।
প্রশ্ন করুন আপনিও