প্রিয় গ্রাহক, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ।গ্রাহক আপনার স্ত্রী সহবাস করতে চায় না।বুঝতে পারছি বিষয়টি নিয়ে আপনি চিন্তিত।গ্রাহক আপনার স্ত্রীর কি শারীরিক কোন অসুস্থতা আছে কিংবা মানসিক কোন দুশ্চিন্তা?অনেক সময় এংজাইটি,ডিপ্রেশন থাকলে সেক্সের প্রতি আগ্রহ কমে যেতে পারে।আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক কেমন?আপনাদের বিয়ের কত বছর হয়েছে?গ্রাহক তিনি কেন চান না তা কি জিজ্ঞেস করেছেন?আপনি তার সাথে এই বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা করতে পারেন।তার মনে কোন কিছু নিয়ে দুঃখ-কষ্ট আছে কিনা তা জানার চেষ্টা করতে পারেন।সে কেন চাহিদা অনুভাব করছে না বা তার কেন ভালো লাগছে না,কিভাবে তার ভালো লাগবে বলে মনে করছে এই বিষয়গুলো তার কাছ থেকে জেনে নিতে পারেন।সেক্সের যেমন শারীরিক দিক আছে তেমনি মানসিক দিকও আছে।মানসিকভাবে ভালো না থাকলে শারীরিক তৃপ্তিটাও তখন আসে না।তাই নিজেদের মধ্যে মানসিক বন্ধন দৃঢ় করার চেষ্টা করতে পারেন।সেক্সের পূর্বে ভালোবাসাপূর্ণ কথাবার্তা বলতে পারেন যেন তার মধ্যে অনুভূতি তৈরি হয় কারণ একজন ছেলের মধ্যে যত তাড়াতাড়ি সেক্সের প্রতি অনুভূতি তৈরি হয় একজন মেয়ের তত তাড়াতাড়ি হয় না।তাদের একটা মানসিক ও ইমোশনাল বন্ধনের প্রয়োজন হয়।তারপরই তাদের সেক্স করার প্রতি ইচ্ছে জাগে।তখনই তার একটিভ হতে পারে।তাই বেশি বেশি ভালোবাসাপূর্ণ কথা বলতে পারেন ও ফোরপ্লে করতে পারেন। আশা করি আপনাকে একটু হলেও সাহায্য করতে পেরেছে।ধন্যবাদ।মায়া।
প্রশ্ন করুন আপনিও