প্রিয় গ্রাহক,আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ।গ্রাহক আমি কি জানতে পারি যেই কুকুর আঘাত করেছে সেটী আপনার পোষা নাকি রাস্তার? এছাড়া যদি পোষা হয় তবে তার টীকা সঠিকভাবে দেয়া আছে কিনা? আপনি প্রথমেই আঘাতের স্থান্ টি ভালভাবে সাবান ও পানি দিয়ে ধুয়ে ফেলুন...রক্তপাত হয়েছে কিনা? হলে খুব বেশি কিনা? যদি বেশি হয় তবে অবশ্যই একজন ডাক্তার দেখিয়ে তার উপদেশ অনুযায়ি ব্যাবস্থা নিবেন...।জদি আঘাতের মাত্রা শুধু চামড়ায় সীমাবদ্ধ থাকে তবে ভয় পাবার কারন নেই...আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি।আর কোন প্রশ্ন থাকলে, মায়া আপাকে জানাবেন,রয়েছে পাশে সবসময়,মায়া আপা ।
প্রশ্ন করুন আপনিও