প্রিয় গ্রাহক,আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ।ত্বকের বিভিন্ন সমস্যার কারণে তিল হয়ে থাকে।দৈনন্দিন জীবনে কিছু নিয়ম মেনে চলা তিল ওঠা রোধ করে।যেমনঃ - বাইরে বের হওয়ার কমপক্ষে ৩০ মিনিট আগে অবশ্যই ভালো মানের সানস্ক্রিন লাগাবেন। - অতিরিক্ত রোদ এড়িয়ে যাবেন।এরজন্য ছাতা ও সানগ্লাস ব্যবহার করুন ।এছাড়াও,আপনি একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন। আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি। আর কোন প্রশ্ন থাকলে, মায়াকে জানাবেন, রয়েছে পাশে সবসময়, মায়া।
প্রশ্ন করুন আপনিও