গ্রাহক, আপনার অসুবিধাটি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।আপনি প্রশ্নে যা উল্লেখ করেছেন এটি না দেখে সঠিকভাবে বলা কঠিন। হতে পারে ইনফেকশনের কারনে এমন হয়েছে। কিন্তু সেটি ব্যাক্টেরিয়ার কারনে নাকি অন্য কিছু তা না দেখে বলা যায়না। আপনি একজন চর্ম রোগের ডাক্তারের সাথে সাক্ষাৎ করলে ভালো হয়। তিনি দেখে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকবেন।জননাঙ্গ পরিষ্কার রাখা উচিৎ। প্রতিদিন ৩-৪বার কুসুম গরম পানিতে লবন দিয়ে পরিষ্কার করা প্রয়োজন, প্রসাবের পর ভাল করে ধুয়ে নিতে হয়, ভেতরে সবসময় সুতি কাপর পরিধান করতে হয় এবং প্রতি ৪ঘন্টা পরপর কাপর পরিবর্তন করে পুরনো কাপর ভাল করে ধুয়ে রোদে শুকাতে দিতে হয়। পর্যাপ্ত পরিমান পানি পান করা জরুরি।আপনার আরও কোনো মেডিকাল, সোসাল প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন। আমরা তথ্যের গোপনীয়তা রক্ষা করে উত্তর করে থাকি।
প্রশ্ন করুন আপনিও