প্রিয় গ্রাহক, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনার বাচ্চা যখন বুকের দুধ খায় তখন বুকের দুধ ও বাচ্চার মুখের মধ্যে গ্যাপ/ দূরত্ব বেশি থাকলে এয়ার বাবল প্রবেশ করে বাচ্চার পেটে গ্যাস তৈরী করে থাকে। তাই নিপল ও আশেপাশে কালো অংশ পুরোটা যেন বাচ্চার মুখে থাকে সেদিকে লক্ষ্য রাখুন। বাচ্চাকে বুকের দুধ খাবার পর 15 মিনিট তাকে কোলে নিয়ে আপনি হাঁটবেন। তার পিঠে হালকা হালকা করে হাত বুলিয়ে দিবেন। বাচ্চাকে শোয়া অবস্থায় সাইকেলের প্যাডেল ঘোড়ার মত করে পা নাড়িয়ে দেবেন এতে আরো গ্যাস বের হতে সাহায্য করবে। পেটের মধ্যে হালকা করে মেসেজ করে দেবেন। বাচ্চার পেটে গ্যাস হওয়া স্বাভাবিক। বাচ্চা যদি এমনিতে হাসিখুশি থাকে তবে এটি নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি। আর কোন প্রশ্ন থাকলে, মায়া আপাকে জানাবেন, রয়েছে পাশে সবসময়, মায়া আপা ।
প্রশ্ন করুন আপনিও