গ্রাহক, প্রেগন্যান্ট অবস্থায় আপনি পাকা পেঁপে খেতে পারেন।। এতে কোন অসুবিধা নেই। পাকা পেঁপে খাওয়া যাবে। কেননা পাকার সময় লেটেক্সের পরিমাণ কমে যায়। পাকা পেঁপেতে থাকে ভিটামিন এ, বি, পটাশিয়াম, বেটা কেরোটিন। এটি হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি। আর কোন প্রশ্ন থাকলে, মায়া আপাকে জানাবেন, রয়েছে পাশে সবসময়, মায়া আপা ।
প্রশ্ন করুন আপনিও