Internet Org

মায়া প্রশ্নের বিস্তারিত

কিন্তু আমি ইন্টারনেটে দেখেছি কারো কারো ক্ষেত্রে কুকুর কামড়ানোর ১৫-২০ বছর পরেও জলাতঙ্কের লক্ষণ প্রকাশ পায়।এর সত্যতা কতটুকু? বিস্তারিত খুলে বলবেন।যদি পারেন জলাতঙ্কের লক্ষণ গুলো কী কী একটু বিস্তারিতভাবে তুলে ধরবেন। খুব শিঘ্রই উত্তর দেওয়ার চেষ্টা করবেন। মায়া আপু।

Internet Org  প্রশ্ন করা হয়েছে Sep 10, 2017

প্রশ্নের কোড নম্বর 367789

Garlic Pran 300x100 adv3

প্রিয় গ্রাহক,আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ।জলাতঙ্ক(Hydrophobia) এই রোগটির জন্য দায়ী Rabis নামক এক প্রকার ভাইরাস।এই ভাইরাস টি যখন কোন কুকুর বা ক্যানিস গোত্রের প্রাণীর মধ্যে প্রবেশ করে তখন প্রাণীটি কিছুদিনের মধ্যে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে অর্থাত্ প্রাণীটি পাগল  হয়ে যায়।  এবার যদি এই প্রাণীটি কোন মানুষকে কামড়াই তাহলে ভাইরাসটি সেই ব্যক্তির দেহে প্রবেশ করে ও বিভিন্ন অস্বাভাবিক লক্ষণের প্রকাশ ঘটায়।যেমন- পেটে ব্যাথা,স্নান করতে অনীহা ভাব,জ্বর,শরীরের পেশী টান,অতিরিক্ত থুতু বের হওয়া এবং এর প্রধান লক্ষণ হল জল বা কোন তরল দেখে আতঙ্কিত হওয়া।  এই রোগের রোগীরা জল দেখে বা জলের কথা মনে পড়লে প্রচণ্ড আতঙ্কিত হয় বলে এই রোগের নাম জলাতঙ্ক বা Hydrophobia. জলাতঙ্ক আক্রান্ত মানুষের লক্ষণ#  কামড়ের জায়গায় ব্যথা ও চিনিচিন করে;#  জ্বর, ঢোক গিলতে ব্যথা ও খিঁচুনি হয়;#  পানি খেতে চায় না, পানি দেখলে ভয় পায়;#  খুব ঘন চটচটে লালা ঝরে;#  শান্ত থাকতে থাকতে হঠাৎ রেগে যায়;#  পরে রোগী অজ্ঞান হয়ে যায় এবং পক্ষাঘাত দেখা দেয়।কুকুর কামড়ানোর ১০ দিন পর (সাধারণত ৩ থেকে ৭ সপ্তাহের মধ্যে) জলাতঙ্কের প্রথম লক্ষণগুলো দেখা দেয়৷ লক্ষণ প্রকাশের পূর্বে চিকিৎসা শুরু করতে হবে৷কী করবেন#  যেসব প্রাণীর আঁচড় বা কামড়ে জলাতঙ্ক হয়, যেমন-কুকুর, বিড়াল, শেয়াল প্রভৃতি থেকে সাবধান থাকা এবং তাদের সংস্পর্শে না আসা। বিশেষ করে বাচ্চাদের দূরে রাখা।#  গৃহপালিত কুকুর-বিড়ালকে নিয়মিত টিকা দেওয়া।#   রাস্তায় বেওয়ারিশ ও টিকা না দেওয়া কুকুর-বিড়াল মেরে ফেলার ব্যবস্থা করা।#    কুকুরে না কামড়ালেও আগে থেকে টিকা দেওয়া যায়। ০, ৭, ২১ অথবা ২৮তম দিনে তিন থেকে চারটি টিকা দিতে হবে। টিকা দেওয়ার প্রথম দিনকে ‘০’ ধরতে হবে। সবাই এ টিকা নিতে পারে।#    কুকুর কামড়ালে ক্ষতস্থান সাবান পানি দিয়ে অন্তত ১০ মিনিট ধরে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। এরপর দিতে হবে পভিডন আয়োডিন। ক্ষতস্থান ব্যান্ডেজ, কাপড় বা অন্য কিছু দিয়ে কখনো ঢাকা যাবে না।#   জলাতঙ্ক রোগ হতে পারে এমন কুকুর বা অন্য পশু কামড় বা আঁচড় দিলে সঙ্গে সঙ্গে টিকা নেওয়া উচিত। ০, ৩, ৭, ১৪ ও ২৮তম দিনে টিকা দিতে হয়।আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি।আর কোন প্রশ্ন থাকলে, মায়া আপাকে জানাবেন,রয়েছে পাশে সবসময়,মায়া আপা ।

  উত্তর দেয়া হয়েছে Sep 10, 2017

প্রশ্নের কোড নম্বর 367789


মন্তব্য


পরিচয়বিহীন

সম্পর্কিত নিবন্ধ সমূহ

  • list শিশুকে দুর্ঘটনা থেকে নিরাপদ রাখুনঃ ফার্স্ট এইড
  • list শিশুদের ভালোর জন্য প্রাত্যহিক সূচির গুরুত্ব