সম্মানিত গ্রাহক আপনার মনের কথাটি আমার সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। আর আমি বুঝতে পারছি আপনার মেয়ে পড়ালেখাই মনোযোগী হওয়ায় আপনি বিষয়টি নিয়ে খুব চিন্তিত তাইনা। গ্রাহক আপনাকে সাহায্য করার জন্য কতগুলো বিষয় জানা প্রয়োজন যেমন তাদের কি কোন শারীরিক বা মানসিক সমস্যা রয়েছে? সেকি অন্যদের সাথে মেশে? সন্তানকে পড়ালেখায় মনোযোগী করতে সন্তানের সাথে হৃদ্রতার সম্পর্ক তৈরি করার চেস্টা করুন। সন্তানকে স্নেহমায়া মমতা দিয়ে হৃদ্রতার সম্পর্ক তৈরি করা সম্ভব। আর আপনার সাথে সন্তানের সম্পর্ক ভালো হলেই সে আপনার কথা মান্য করবে। অধিক শাসন ও শারীরিক আঘাত সন্তানের আত্নবিশ্বাস ও আত্নমর্যাদা কমিয়ে দেয় ফলে পড়ালেখায় আগ্রহ হারিয়ে ফেলে। সন্তানের জন্য দৈনন্দিন রুটিন তৈরি করে সেই অনুযায়ী পরিচালিত করুন, রুটিন অনুসরণ করলে পুরুস্কৃত করুন। সন্তানের প্রতিটি ভালো আচরনের প্রতি মনোযোগ দিন ও প্রশংসা করুন ও ভালো আচরণকে পুরুস্কৃত করুন। তাহলে পুরুস্কার ও প্রশংসা পাওয়ার জন্য বারবার ভালো আচরণ করবে। প্রয়োজনে তার সাইকোলজিক্যাল টেস্ট করাতে পারেন। এতে তার বুদ্ধি প্রতিবন্ধকতা রয়েছে কিনা বুঝতে পারবেন। আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি আর কোন প্রশ্ন থাকলে করতে পারেন। ধন্যবাদ মায়া আপনার পাশে রয়েছে সবসময়।
প্রশ্ন করুন আপনিও