# সম্মানিত গ্রাহক আমি অনুভব করতে পারছি শশুর বাড়ির মানুষ থেকে খারাপ আচরণ পাওয়ার কারনে আপনার বেশ কষ্ট হয় ও খারাপলাগে তাইনা। সবার থেকে খারাপ আচরণ পাওয়ার কারনে নিজেকে অন্যদের থেকে আলাদা রাখা হয় তাই বেশ একাকিত্ব অনুভব করেন আমি বুঝতে পারছি। গ্রাহক শশুর বাড়ির মানুষ কেন খারাপ আচরণ করে বলা যায়? বিয়ের পর থেকে দাম্পত্য জীবনে কেমন আছেন? আপনার স্বামী কি আপনার প্রতি সাপোর্টিভ? আর এটা ঠিক যে দাম্পত্য জীবন শুরু হয় সম্পুর্ন দু'জন মানুষের অঙ্গীকারের মধ্যে দিয়ে। যেখানে প্রত্যকে ভিন্ন পরিবেশ লালিত পালিত হয়। তাই প্রত্যকের মনভাব আলাদা হয়ে থাকে। তাই তাদের মনভাব, চিন্তা চেতনায়, দৃষ্টিভঙ্গী ভিন্ন হওয়ায় স্বভাবিক তাইনা। আর এই দিকগুলো বিবেচনা করে দাম্পত্য সম্পর্ক সুন্দরভাবে পরিচালনার জন্য পরস্পরের প্রতি বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা, সহিষ্নুতা, বৈচিত্র ও পরিবর্তনকে মেনে নেওয়ার মনোভাব ভিন্ন মানুষকে মেনে নিয়ে সংসার করতে সাহায্য করতে পারে। মানসিক চাপে বা কষ্টে থাকলে সেটাও স্বামীকে বুঝিয়ে বলতে পারেন কারন আপনার সমস্যার কথাটি বুঝিয়ে বললে তারা আপনার সমস্যা ও আপনার অনুভূতির প্রতি সচেতন হতে পারে তাইনা। প্রয়োজনে যারা আপনাকে সাহায্য করতে পারে তাদের সাহায্য নিতে পারেন কি ভেবে দেখা যায়? মন খারাপ থাকলে বিশ্বাস্ত মানুষের সাথে কষ্টের কথাগুলো শেয়ার করতে পারেন তাহলে মন ভালো হতে পারে। কারণ কষ্টের কথাগুলো শেয়ার করলে মন হাল্কা হয়। আর উপরের প্রশ্নের উত্তর দিলে আপনাকে আরও সাহায্য করা হবে। আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি। আর কোন প্রশ্ন থাকলে করতে পারেন। ধন্যবাদ মায়া আপনার পাশে রয়েছে সবসময়
প্রশ্ন করুন আপনিও