প্রিয় গ্রাহক, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। রোগী যখন পায়খানার রাস্তায় কোনো সমস্যায় ভোগেন যেমন, ম, লদ্বারে ব্যথাফুলা, পায়খানার সঙ্গে রক্ত যাওয়া, পায়খানা ঘন ঘন হওয়া, পায়খানা ক্লিয়ার না হওয়া, পেটে ব্যথা, পেট ফোলা, পায়খানার সঙ্গে আম বা মিউকাস যাওয়া। যাদের বর্তমানে কোনো সমস্যা নেই তাদের মধ্যে কারও কারও কোলনস্কপি করতে হয়। যেমন যাদের বয়স পঞ্চাশের ওপর অথবা যাদের নিকটাত্মীয়ের কোলন ক্যান্সার হয়েছে। এছাড়া আলসারেটিভ কোলাইটিস এবং ক্রনস ডিজিজে রোগের উন্নতি বা ফলোআপের জন্য বা যাদের ক্যান্সার অপারেশন হয়ে গিয়েছে তাদের পরবর্তী ফলোআপের জন্য। আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি। আর কোন প্রশ্ন থাকলে, মায়া আপাকে জানাবেন, রয়েছে পাশে সবসময়, মায়া আপা ।
প্রশ্ন করুন আপনিও