গ্রাহক আপনাকে ধন্যবাদ। মাইগ্রেন হল এক ধরণের মাথা ব্যথা ,কিন্তু সকল মাথা ব্যথা মাইগ্রেন না । এটা মনে রাখতে হবে। মাথার ভেতরের রক্তচলাচলের তারতম্যের কারণে এই রোগ হয়। রক্ত চলাচল কমে গেলে হঠাত্ করে চোখে সব অন্ধকার দেখা যায়, এবং পরবর্তীতে রক্ত চলাচল হঠাত্ বেড়ে গিয়ে প্রচন্ড মাথা ব্যথার অনুভূতি তৈরী হয়। মাইগ্রেনের ব্যথা মাথার এক পাশে ও হতে পারে আবার দুই পাশে ও হতে পারে । মাইগ্রেন কেন হয়ঃ ১)অতিরিক্ত চিন্তার কারণে হতে পারে। ২)বংশের কারো থাকলে সেক্ষেত্রে ও হতে পারে। ৩)ঠিকমত ঘুম না হলে হতে পারে। ৪)অতিরিক্ত পরিশ্রম করলে হতে পারে। ৫)অনেক সময় দেখা গিয়েছে জন্মনিয়ন্ত্রনের ওষুধ খেলে সেক্ষেত্রে ও হতে পারে। ৬)ঠিকমত মাসিক না হলে এই ব্যথা হতে পারে। ৭)মাসিক থাকালীন অনেকের এই ব্যথা হতে পারে। ৮)দুধ জাতীয় খাবার খেলে হয়। ৯)অতিরিক্ত চকলেট খেলে হতে পারে। ১০)মনোসোডিয়াম গস্নুটামেট। ১১)প্রচন্ড গরমে হতে পারে। ১২)আরসি,কোকাকোলা জাতীয় কোমল তরল পানের কারনে হতে পারে।মাইগ্রেনে সাধারনত যে সব লক্ষণ দেখা দেয় : ১)মাথার একপাশ বা দুই পাশেই এই ব্যথা হতে পারে। ২)অনেক সময় চোখে সমস্যা দেখা দেয়। ৩)বমি বমি ভাব। ৪)ক্ষুধামন্দা। ৫)অতিরিক্ত আলো সহ্য না হওয়া। ৬)অতিরিক্ত শব্দ সহ্য করতে পারেনা। ৭)হঠাত হঠাত ব্যথা হতে পারে বা চিন চিন ব্যথা অনুভুত হয়। ৮)দুর্বল শরীর। ৯)মাথা ঘুরানো। ১০)কোন কাজে মনোযোগ থাকেনা।আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি ।
প্রশ্ন করুন আপনিও