গ্রাহক ধন্যবাদ প্রশ্নের জন্য।আপনার বয়স কত?গ্রাহক এন্টিডোট শুধুমাত্র বিষধর সাপের কামড়ে দিতে হয়।তাছাড়া এটিও দেবার প্রয়োজন নেই।এবং এটি দেবার পরে রোগিকে ভালোভাবে মনিটর করতে হয়,কারন অনেক সময় রি একশন দেখা দেয়।এন্টী ভেনোম মূলত স্যালাইন এর সাথে মিক্স করে দেয়া হয়।এবং সাপে কামড়ানোর পরে যত দ্রুত এটি শুরু করা যায় তত ভালো।এবং কখনো এটি নিজেরা শুরু করবেন না।এন্টিভেনোম এবং এন্টিডট এর জন্য অবশ্যই রোগিকে হাসপাতালে ভর্তি থাকতে হবে।আশা করি জেনে উপকৃত হয়েছেন,পাশে আছে মায়া।
প্রশ্ন করুন আপনিও