প্রিয় গ্রাহক,আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ।আপনারা বাচ্চা না চেয়ে থাকলে, বাংলাদেশ আইন অনুযায়ী মাসিক না হওয়ার ১2 সপ্তাহ পর্যন্ত MR বা mestrual regulation করা যায়, pregnant হন বা না হন । এতে আপনার মাসিক শুরু হবে। MR একটি procedure তবে এটা অবশ্যই একজন গাইনী ডাক্তারের monitoring এ করতে হবে। এটি করার কারনে পরবর্তীতে বাচ্চা নিতে সমস্যা হতে পারে । miscarriage এরও সম্ভাবনা থাকতে পারে। এটা যদি আপনার প্রথম বাচ্চা হয় তাহলে আমাদের পরামর্শ হবে বাচ্চাটি নষ্ট না করার। কারন প্রথম বাচ্চা নষ্ট করলে পরবর্তীতে বাচ্চা নিতে সমস্যা হতে পারে। আপনি একজন গাইনী ডাক্তার এর সাথে দেখা করুনএবং পরবর্তীতে সন্তান না চাইলে অবশ্যই কনডম বা অন্য কোন জন্মনিয়ন্ত্রন পদ্ধতি গ্রহন করুন। আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি।আর কোন প্রশ্ন থাকলে, মায়া আপাকে জানাবেন,রয়েছে পাশে সবসময়,মায়া আপা ।
প্রশ্ন করুন আপনিও