প্রিয় গ্রাহক,আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ।এটা একটা মানসিক সমস্যা। যেটা মূলত এলটোফোবিয়া (Altophobia) অর্থাৎ উচ্চতা ভীতি নামে পরিচিত। এর মুল কারন হতে পারে ছোটবেলার কোন ছোট-বড় ঘটনা। যা মস্তিষ্কে ব্যাপক একটা দাগ কেটে গেছে এবং যার সাথে উচ্চতার কোন সম্পর্ক আছে। অর্থাৎ, কোন সিনেমা বা বাস্তব দৃশ্য, দোলনা থেকে বা খাট থেকে পরে যাওয়া ইত্যাদি ।আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি।আর কোন প্রশ্ন থাকলে, মায়া আপাকে জানাবেন,রয়েছে পাশে সবসময়,মায়া আপা ।
প্রশ্ন করুন আপনিও