প্রিয় গ্রাহক,আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ।প্রেগন্যান্সির প্রথম শারীরিক চিহ্ন আপনি পিরিয়ড মিস করবেন। আপনার পার্টনার যেহেতু পিল খেয়েছিলো একারণে হরমোনাল চেঞ্জ এর কারণে মাসিক হয়েছে। কারণ যদি প্রেগন্যান্ট হতো তার মাসিক বন্ধ থাকতো। আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি।আর কোন প্রশ্ন থাকলে, মায়া আপাকে জানাবেন,রয়েছে পাশে সবসময়,মায়া আপা ।
প্রশ্ন করুন আপনিও