প্রিয় গ্রাহক, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমাদেরকে এত সুন্দর করে আপনার ভালোবাসার কথা বলার জন্য আবারো ধন্যবাদ। আসলেই আপনারা দুইজন দুইজনকে অনেক ভালোবাসেন। আপনাদের দুইজনের ধর্ম হয়ত আপনাদের পরিবারের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে কিন্তু আপনাদের দুইজন নিশ্চই একে ওপরের ধর্ম কে অনেক শ্রদ্ধা করেন। এখন আপনারা দুইজন HSC পরীক্ষা দিচ্ছেন। এখন আপনাদের দুইজনের জন্যই পরীক্ষা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আর মেয়েটির যে HSC পরীক্ষার পরই বিয়ে হয়ে যাবে এমন তো কোন কথা নেই। আজকালকার মেয়েরা সম্পূর্ণ লেখাপড়া শেষ করে নিজেকে প্রতিষ্ঠিত করে তারপর বিয়ের সিদ্ধান্ত নেই। আপনার গার্লফ্রেন্ড চাইলে তার বাসায় বোঝাতে পারে যে সে এখন কি কারনে বিয়ে করতে প্রস্তুত নয়। সে মেয়ে বলে কি কারনে তাকে আগে আগে বিয়ে করতে হবে। তার নিশ্চই যোগ্যতা আছে কিছু করার। এখনই বিয়ে করলে তার সব কিছু হারিয়ে যাবে হয়ত। আপনারা এখন দুইজন মিলে আপনাদের পরীক্ষার দিকে মনযোগ দেন আপাতত। আপনাদের দুইজনের জীবনটাকে সুন্দর করে সাজাতে হবে তো। আর মেয়েটার ইচ্ছার বিরুদ্ধে কেউ তাকে বিয়ে দিতে পারবে না। আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি। আর কোন প্রশ্ন থাকলে, মায়া আপাকে জানাবেন, রয়েছে পাশে সবসময়, মায়া আপা ।
প্রশ্ন করুন আপনিও