Maya Apa

Open in the Maya Apa app

Internet Org

মায়া প্রশ্নের বিস্তারিত

বয়ঃসন্ধিকালে করনীয় কি কি??

Source Image  প্রশ্ন করা হয়েছে Apr 16, 2018

প্রশ্নের কোড নম্বর 589912

Garlic Pran 300x100 adv3বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে পর্যাপ্ত পরিচর্যা প্রয়োজন হয় । এসময় মনের কথাগুলো পরিবারের বিশ্বস্ত কারো সাথে শেয়ার করতে পারলে খুব ভালো হয় । মানসিক যে পরিবর্তনগুলো আসে সেগুলোর ব্যাপারে সচেতন হওয়া ও সেগুলোর ব্যাপারে প্রশ্নগুলো সঠিক তথ্য দিতে পারে এমন কাউকে বলতে পারেন  । এসময় অনেক বিষয়ে কৌতূহল আসতে পারে যা খুবই স্বাভাবিক । সে সম্পর্কে জেনে নিয়ে কাজ করা যেতে পারে ।  মা-বাবার সাথে সুসম্পর্কের অভাব হলে এসময়ে অনেক সমস্যা হতে পারে সেবিস্যটি সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন । মা-বাবার অনিরাপত্তাবোধও সন্তানের জীবনকে প্রভাবিত করতে পারে তাই এসময় দুজনের সুসম্পর্ক থাকলে ভালো হয় । 

লেখাপড়ায় অমনোযোগিতা এসময় খুবই সাধারণ একতি বিষয় । যেহেতু একজন ছেলে বা মেয়েকে নতুন করে বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যার মুখোমুখি হতে হয় যার কারণে প্রাশোনায় সঠিক মনোযোগ দেয়া তার জন্য কঠিন হতে পারে ।  

এছাড়াও এসময় প্রেমের সম্পর্কে জড়িয়ে গেলে বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হতে হয় । নিজেকে ক্ষতিকর সম্পর্ক ও সঙ্গির কাছ থেকে নিরাপদ রাখাটাও এই সময়ের একটি চ্যালেঞ্জ । বিষয়গুলো নিয়ে ভেবে দেখতে পারেন  ।     উত্তর দেয়া হয়েছে Apr 16, 2018

প্রশ্নের কোড নম্বর 589912


মন্তব্য


পরিচয়বিহীন

সম্পর্কিত নিবন্ধ সমূহ

  • list শিশুকে দুর্ঘটনা থেকে নিরাপদ রাখুনঃ ফার্স্ট এইড
  • list শিশুদের ভালোর জন্য প্রাত্যহিক সূচির গুরুত্ব