প্রিয় গ্রাহক,আপনার মনের অনুভূতিগুলো এত সুন্দর করে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।আপনি একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন,বুঝতে পারছি।আপনি বলছেন যে এই কঠিন পরিস্থিতিতে আপনার ভালোবাসার মানুষটি আপনার পাশে নেই।তিনি কোথায় চলে গিয়েছেন?আপনি যে মা হতে যাছেন তা কি তিনি যানেন?আপনার পরিবার কি জানে? বলছিলেন যে আপনাদের পরিবার মেনে নিবে না।কি কারনে মেনে নিবে না,তা কি একটু শেয়ার করা যায়?তাহলে আপনার পরিস্থিতিটা বুঝতে আমাদের সুবিধা হত।পরিবার কি জানে আপনাদের সম্পর্কের কথা?আসলে আপনাদের সম্পর্ক অনেক দিনের আর আপনি মা হলে চলেছেন,অনেক স্মৃতি রয়েছে তার সাথে আপনার,তাই এইগুলো খুব সহজেই যে ভূলা যাবে এমন নয়।আপনি তার সাথে যোগাযোগ করে আপনার বর্তমান অবস্থা,আপনার মা হওয়ার কথা জানাতে পারেন।কারন আপনাদের সাথে আপনাদের সন্তানের বিষয় ও ভবিষ্যৎ ও জড়িত। এছাড়া ও আপনার বিশ্বস্ত কারো সাথে কথাগুলো শেয়ার করতে পারেন,যিনি কথাগুলো মনোযোগের সাথে শুনবেন ও গোপনীয়তা বজায় রাখবেন,তিনি হতে পারেন আপনার কোন বন্ধু কোন কাছের কেউ,এতে নিজেকে অনেকটা হালকা অনুভব হবে আশা করি।
প্রশ্ন করুন আপনিও