গ্রাহক হ্যাঁ, কথাটি ঠিক। এইচআইভিসহ বেশ কিছু রোগের জীবাণু রক্তের মাধ্যমে একজন থেকে অন্যজনের মধ্যে ছড়ায়। এইচআইভি আক্রান্ত ব্যক্তির ব্যবহার করা ইনজেকশনের সুচ ও সিরিঞ্জ একজন সুস্থ ব্যক্তি ব্যবহার করলে সেই সুস্থ ব্যক্তিটিও এইচআইভি আক্রান্ত হতে পারে। ইনজেকশনের মাধ্যমে নেশা গ্রহণকারীরা সাধারণত একসাথে অনেকে বসে একটি সুচ ও সিরিঞ্জ ব্যবহার করে নেশা করে। যার কারণে এদের একজনের মধ্যে এইচআইভি থাকলে তা এই সুচ ও সিরিঞ্জের মাধ্যমে অন্যদের মধ্যে সংক্রমিত হয়। এইচআইভি ছাড়া ইনজেকশনের মাধ্যমে নেশা গ্রহণকারীদের মধ্যে একই উপায়ে বিভিন্ন রোগ যেমন- হেপাটাইটিস-বি’র সংক্রমণ ঘটতে পারে। আসলে যেকোনো উপায়ে এইচআইভি’র জীবাণুযুক্ত রক্ত একজন সুস্থ মানুষের শরীরে গেলেই সেই সুস্থ লোকটি এইচআইভি-তে আক্রান্ত হয়ে যাবে।
সহবাসের পর মা&.......
আপা আমি আমার স্ত্রীর কাছে সহবাসে পারি না এক বার ছাড়া দুই বার হয় না..... আমি কী ক.......
ওজন বাড়তে দিবেন না....
প্রশ্ন করুন আপনিও