To find out whether you or your child is maintaining a healthy weight
Interpretation | BMI Score |
---|---|
Underweight | less than 18.5 |
Healthy Weight | 18.5 to 24.9 |
Overweight | 25 to 30 |
Obese | above 30 |
Morbidly Obese | over 40 |
Calculate your ovulation date
গ্রাহক,আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ।অশ্বগন্ধা আমাদের স্বাস্থের জন্য খুবই উপকারী একটা ঔষধী গাছ।অশ্বগন্ধাকে এডাপ্টোজেন বলা হয়, এর অর্থ হল অশ্বগন্ধা আমাদের মানষিক চাপ কমাতে সাহায্য করে।এছাড়াও অশ্বগন্ধা আমাদের মস্তিষ্ক এবং শরীরের জন্য খুবই উপকারী।উদাহরনস্বরুপ বলা যায়, অশ্বগন্ধা রক্তে সুগারের পরিমান কমায়, কর্টিসোল কমায়, মস্তিস্কের কার্যকলাপে উন্নতি সাধন করে, দুঃচিন্তা এবং হতাশা কমাতে সাহায্য করে।অশ্বগন্ধা আয়ুর্বেদিকের সবচে ভেষজ উদ্ভিদ। এটা প্রায় ৩ হাজার বছর ধরে মানষিক চাপ কমাতে, শক্তি বাড়াতে আর মনযোগ বৃদ্ধিতে ব্যবহার করা হচ্ছে। সব ধরনের আয়ুর্বেদিক ওষুধে অশ্বগন্ধার ব্যবহার লক্ষনীয়।তবে সবার জন্য অশ্বগন্ধা নয়।* গর্ভবতী কেউ অশ্বগন্ধা নিতে পারবেনা। অশ্বগন্ধা গর্ভপাতের ঝুকি বাড়ায়।*যারা ব্রেস্টফিডিং করায় তারাও অশ্বগন্ধা নিতে পারবেনা।*অশ্বগন্ধা যেহেতু ব্লাড সুগার লেভেল আর রক্ত চাপ কমাতে সাহায্য করে। তাই এসবের মেডিকেশন চললে তা এডজাষ্ট করতে হতে পারে। অর্থ্যাৎ মেডিকেশনের ডোজ কমাতে হবে।* থাইরয়েডের টা তো উপরেই বলেছি। কিছু মানুষের ক্ষেত্রে সমস্যা হতে পারে।* এছাড়া জটিল কোন মেডিকেল প্রবলেম থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেয়া উচিৎ।
উত্তর করেছেন : Dr. U Sikder
প্রশ্ন করা হয়েছে 1 month ago