প্রিয় গ্রাহক,আপনি সচেতন হয়ে আমাকে প্রশ্ন করেছেন এ জন্য ধন্যবাদ। আপনার বন্ধু হীনমন্যতায় ভুগছেন, কারো সাথে মিশতে পারেন না,অল্পতেই রেগে যান। কি কি কারনে তিনি হীনমন্যতায় ভুগেন আমাকে বলা যায়? তিনি কি নিজেকে নিয়ে নেতিবাচক চিন্তা বেশি করেন? কি কারনে আপনার মনে হচ্ছে তিনি মানুষ এর সাথে মিশতে পারেন না? এমন কোন কিছু হয়েছে কি যার থেকে আপনার এমন ধারনা হতে পারে? গ্রাহক আমি একটু হলেও অনুভব করতে পারছি যে তিনি কোন কারনে মানসিক চাপে আছেন।গ্রাহক আপনাকে সাহায্য করার জন্য এই প্রশ্ন গুলোর উত্তর জানা প্রয়োজন। আপনার মতামতের অপেক্ষায় রইলাম। আপনার পাশে আছে মায়া।
প্রশ্ন করুন আপনিও