প্রিয় গ্রাহক, আপনার মনের কথা গুলো বলার জন্য ধন্যবাদ। আপনার কিছু বিষয়ের কথা বলেছেন। আপনি দুটি বিয়ে করেছেন, তবে এখন পরিস্থিতির শিকার হয়ে বুঝতে পারছেননা কি করবেন। ডিভোর্স দেয়া ও সম্ভব নয়। আসলেই এটা অনেক কষ্টের এবং চিন্তার বিষয়। আপনি আর কোনো উপায় খুঁজে পাচ্ছেন না বলেই আত্মহত্যার কথা চিন্তা করেছেন। তবে একটু নিজের কথা ভেবে দেখুন আপনার জীবন অনেক মূল্যবান, আপনাকেও অনেকে ভালোবাসা। আপনার মা-বাবা, পরিবার বা ফ্রেন্ড। এবং আপনার নিজের গুণাবলীর মাদ্ধমেই আপনি এতো দূর এসেছেন। তাইনা? এখন আপনি যেভাবে সমস্যাটি সমাধান করতে চাচ্ছেন সেভাবে পারছেন না। একটু ভেবে দেখবেন কি আর কি করা যায়। তাদের সাথে আপনি মিউচুয়াল একটা সমাধানে আসতে পারেন। যেমন- কিস্তির মাদ্ধমে টাকা পরিশোধ করা। অথবা আপনার পরিবারে যদি জেনে থাকে সেক্ষেত্রে তাদের কাছ থেকে সহায়তা নেয়া। আশা করি আপনি উপকৃত হয়েছেন। মায়া
প্রশ্ন করুন আপনিও