প্রিয় গ্রাহক প্রশ্নের জন্য ধন্যবাদ। গ্রাহক, পেটের যক্ষা কে বলে ইন্টেস্টাইনাল টিবি। গ্রাহক, পেটে যক্ষা হলে খাবার হজম হতে সমস্যা হয়, কিছুদিন পাতলা পায়খানা, কিছুদিন কোষ্ঠকাঠিন্য হই, দিনে দিনে ওজন কমে যায়, পেটে চাকা দেখা দিতে পারে ইত্যাদি। পেটে যক্ষা হয়েছে কিনা জানার জন্য বায়োপ্সি, জিন এক্সপার্ট ইত্যাদি পরীক্ষা করা হয়ে থাকে। আপনার নিকটস্থ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে অতজবা ঢাকাস্থ আই সি ডি ডি আর বি এ যোগাযোগ করুন। আশা করি সাহায্য করতে পেরেছি। পাশে থাকুন। মায়া আপা।
প্রশ্ন করুন আপনিও