Popular Topics

আমার আবেগ অনেক বেশি। ইদানীং ছোট ছোট বিয়য়ে প্রচণ্ড কান্না আসে। যেমন, ভাল কলেজে পড়ালেখা না করতে পারার আক্ষেপ, পছন্দের গল্পের বই না কিনতে পারার আক্ষেপ, স্মার্টফোন না থাকার আক্ষেপ ইত্যাদি। যেসব বিষয় পুরন করার সামর্থ্য আমার বা আমার বাবা মায়ের আছে সেসব বিষয়ের অভাব পুরন না হলেও কান্না পায়। ইচ্ছামতো কান্নাও করি। আমার ইচ্ছাগুলো মোটেও অযৌক্তিক না। আমার বাবা সবসময় ধমকের সুরে কথা বলে।তার ধমক শুনেও কান্না পায়,যদিও কথাগুলো অতটাও খারাপ না। আগে কোন ইমোশনাল ছবি দেখলে বা বই পড়লে হাসি পেত!! ভাবতাম মানুষ এসব সস্তা জিনিস কিভাবে দেখা বা পড়ে? কিন্তু এখন ইমোশনাল বই পড়ে খুব ইমোশনাল হয়ে যাই। আমি ছেলে, সতের বছর বয়সে এসে আমার এত আবেগ কেন?

Answered By : Fahmida Afroze

  2 years ago

প্রশ্ন করুন আপনিও