Popular Topics

আমার বাবার বাইপাস হয়েছে ২০১১ তে, এই বছর জানুয়ারি থেকে লান্সে সমস্যা। পানি আসছে। এই জানুয়ারি হসপিটালে ছিলেন এক সাপ্তাহ,এই সেপ্টেম্বরেও ৬ তারিখ থেকে হসপিটালে ছিলেন ৪ দিন। চেইন স্মোকার। প্রায় ৩৫ বছর ধরে স্মোক করেন। বয়স ৫৬ বছর। উনি গত বছর প্রায় এক বছর একটা সিগারেট খাননি। এই বছর করোনা আসার পর আবার শুরু করেছেন। পেশায় ব্যবসায়ী, করোনা তে ব্যবসার অবস্থা খারাপ হওয়ায় ও আশেপাশে অনেক গুলি কারনে টেনশনে স্মোক শুরু করেন। আমার বাবা মনে প্রানে স্মোক ছাড়তে চাচ্ছেন। কিন্তু স্মোক না করলে, ব্রেন ও সাইকোলজি কিছু সমস্যা দেখা দেয়। প্রচন্ড মেজাজ খারাপ থাকে উনার। মাথা ঘুরায় শরীর খারাপ লাগে। স্মোক ছাড়ার জন্য চুয়িংগাম (ডাঃ এর সাজেশন অনুযায়ী) খেতেন একটা সময়। আমার প্রশ্ন হলো, আমাদের এখন করনীয় কি? আমরা এই ব্যাপারে কোন ডাঃ দেখাব?

Answered By : T.A.S

  1 week ago

প্রশ্ন করুন আপনিও