Popular Topics

Answered By : AR Rahman

  4 months ago

Answered By : AR Rahman

  4 months ago

আমার বয়স প্রায় ২৬, ছেলে। আমি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সদ্য অনার্স শেষ করে মাস্টার্স ভর্তি হয়েছি। অনার্স শেষ করতেই আমার ২ বছরের উপরে সেশন জোট। ২০১৩-১৪ সেশন। অনার্সের রেজাল্ট হয়েছে ২০২০ তে। চাকরির প্রস্তুতি নিচ্ছি। প্রস্তুতিও মোটামুটি। পরিবারে বাবা নেই। পরিবার নানা বাড়ি থেকে চলে, কিছুটা বাড়ির ইনকামেও। মোটামুটি চলে যায় আর কি। আমার সমস্যা হলো আমার সব কিছুতেই শুধু ভয় আর সন্দেহ। যেমন- ১. ধরেন আমাকে কেউ বললো তুই এটা পারবি না, তখন সেটা নিয়ে সন্দেহ। ২. ধরেন আমি কোথাও যাচ্ছি হঠাৎ আমার পায়ে একটু এক টুকরো ইটের টুকরো বেধে গেলো, সেখানে আমার সন্দেহ। ৩. কেউ আমাকে কোন কিছু বললে না করতে পারিনা, দেখছি সে কাজে আমার ক্ষতি, তার পরেও মনে খটকা, কেন করলাম না। ৪. মাঝে-মাঝে এসব ভেবে নিজেই লজ্জা পায়, অথচ পরে আবার একই কাজ করি। ৫. আমার সব কিছুতেই ভয় আর সন্দেহ। ৬. আমার ভেতরে অনেক কুসংস্কারও। এসব আমাকে মানসিক বিকারগস্ত করে দেয় মাঝে-মাঝে। এসব কাউকে লজ্জায় বলতেও পারিনা, আমি শিক্ষিত হয়েও এসব মেনে চলি। কি করবো আর কাকে বলবো। প্লিজ, বাড়িতেই যেন এর সমাধান করতে পারি এর জন্য পরামর্শ দিন।

Answered By : JR

  4 months ago

প্রশ্ন করুন আপনিও