Popular Topics

আমি বিবিএ অর্নাস ৪থ বর্ষ পরছি। আমার বিয়ে হয়েছে ১.৫ বছর। আমি বেশ ৫/৬ বছর ধরে অনেক সমস্যার মধ্যে আছি। কলেজ লাইফ থেকে আমার এই সমস্যা টা হয়া শুরু হয় আমার কোনো প্রকার শব্দ সহ্য হয় না। আমি কোনো আওয়াজ সহ্য করেত পারি না।তবে সেটা শুধু মাত্র ঘুমের সময়।কেও কথা বলছে,টিভি ছেরে রাখছে,বাইরে থেকে পাখির শব্দ, নাক ডাকা আওয়াজ, বলতে গেলে ঘুমের সময় আমার কানের সামনে কোনো একটা কিছু হতে থাকলেই আমার আর ঘুম হবে না।হোক সেটা দিনে, বা রাতে।  ঠিক মতো  ঘুম না হোয়ার জন্য আমার শরীর দিনে দিনে ভেঙে জাচ্ছে,আমি সিক হয়ে যাচ্ছি। আমার মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে।আমার ওজন বাড়ছে না।ওজন কমে জাচ্ছে।  আমি মানসিক ভাবে অনেক টাই ভেঙে পরেছি।এটার  সমস্যার  সমাধান কি জানতে চাই প্লিজ।

Answered By : KB

  3 days ago

প্রশ্ন করুন আপনিও