Popular Topics

আসসালামু আলাইকুম, আমার নানুর ৪ ছেলে ৫ মেয়ে। নানু বেচে নেয়,নানি বেচে আছেন। নানু বেচে থাকা অবস্থায়, সম্পত্তি ভাগ করে দিয়ে যেতে পারেন নাই।এমতাবস্থায় মেয়েরা  পিতার সম্পত্তির অংশ কতটুকু পাবেন?আর যদি, ৫ মেয়ে থেকে ১ মেয়ে তার অংশ বুঝে নিতে চান, তবে সে কি করে তার ন্যায্য অংশ আইনি ভাবে পাবে?পরামর্শ দিয়ে সাহায্য করবেন দয়া করে।আর একটি প্রশ্ন,ভাইয়েরা যদি জালিয়াতি করে,নকল টিপসই দিয়ে,বোনদের সম্পত্তি আত্মসাৎ করেন, তবে এটি কি করে প্রমাণ করবো যে,টিপসইটি নকল ছিল?আর ভাইয়েরা অছিয়তনামা অনুযায়ী বোনদের সম্পত্তি দিতে চাচ্ছেন কিন্তু এর কোন লিখিত দলিল ভাইদের কাছে নেয়।এমন কি অছিয়ত করার সময়ও বোনরা ওই স্থানে উপস্থিত ছিলেন না।তাহলে তাদের এই অছিয়তনামাটা কতটুকু সত্য হবে? আশা করছি, সঠিক পরামর্শ দিয়ে সাহায্য করবেন, ইনশাল্লাহ।

Answered By : Maya Apa

  1 month ago

প্রশ্ন করুন আপনিও