Popular Topics

আমার ছেলের বয়স ১২ বছর ও মেয়ের বয়স সারে ৫ বছর। সম্প্রতি ওরা আমার এক নিকট আত্মীয়ের বাসায় গিয়ে দুজনেই তাদের হাতে বিড়ালের নখের আঁচড় খায়। বলা বাহুল্য, সেই বিড়ালটি আমার সেই আত্মীয়ের ঘরের ভিতরে সেই বাসার বাচ্চাদের সাথেই থাকে। তারা আমাকে বলেছেন যে বিড়ালটিকে নিয়মিত ভ্যাক্সিনেশন করা হয় এবং সেই বাসার সদস্যরাও প্রায়ই সেই বিড়ালের আঁচড় খেয়ে অভ্যস্ত! প্রসঙ্গত, বিড়ালটি খুব এগ্রেসিভ স্বভাবের এবং আমি লক্ষ্য করে দেখেছি যে ইদানীং সেটির গায়ের একটি অংশ থেকে বেশ কিছু পরিমাণ লোম উঠে যাচ্ছে! যদিও তাঁদের ভাষ্য হচ্ছে তাঁদের বিড়ালটি একদমই সুস্থ্য আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার বাচ্চাদেরকে কি কোনরকম ভ্যাক্সিন দেয়ার প্রয়োজন আছে? আমি এইক্ষেত্রে কোনপ্রকার ঝুঁকি নিতে রাজী নই। উল্লেখ্য, আমার মেয়েকে প্রায় ৩ মাস আগে এবং ছেলেকে প্রায় ১৫ দিন আগে বিড়ালটি আঁচড়গুলো দিয়েছিলো। আপনাদের পরামর্শের অপেক্ষায় রইলাম।

Answered By : Dr. Al Hasan

  6 days ago

প্রশ্ন করুন আপনিও