Popular Topics

আমার বয়স ২৮। আমার ৬ মাস বয়সি একটা বাচ্চা আছে। আমি ও আমার স্বামী প্রায় ৯ মাস যাবৎ কোনো ধরনের শারিরীক সম্পর্কে যাই নি। উল্লেখ্য, আমার বেবি কনসিভের আগে পিরিওড নিয়মিত ছিল। এবং বেবি হবার ৬ মাস পর জিসেম্বর ২০২০ আমার স্বাভাবিক পিরিওড শুরু হয়। জানুয়ারিতে পিরিওড শুরুর ৫ দিন আগে আমি ও আমার স্বামী শারিরীক সম্পর্ক করার ট্রাই করি। কিন্তু আমার ভিজাইনা শুষ্ক থাকার কারনে আমি ব্যাথা পাচ্ছিলাম। আমার স্বামী চেষ্টা করেছিল কিন্তু আমি ব্যাথা পাচ্ছিলাম বিধায় সেদিনের মত স্টপ করলাম আমরা। আমরা কোনো কনডম বা পিল ব্যাবহার করি নি। এরপরই আমার টিসুতে পিংক বাদামী স্পটিং দেখা দেয়। এবং এই স্পটিং পিরিওড শুরুর আগের দিন পর্যন্ত ছিল। এরপর আমার ২৮ দিনের ঋতুচক্রের ২৮ তম দিনেই সন্ধ্যায় ব্রাউনিশ ব্লিডিং হয়। এই ব্লিডিং মোটামুটি ৩ দিন পর্যন্ত ছিল। কিন্তু একদমই লাইট পিরিওড ছিল। ১ টা প্যাডও ঠিকঠাক ব্যাবহার হয়নি। টিসু পেপারে ক্লটস এবং একদম গাঢ় বাদামী ব্লাড লাগতো কিন্তু প্যাডে একদমই না। খুবই কম। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি কি আবার প্র্যাগনেন্ট? আমার পিরিওডের নির্দিষ্ট তারিখেই শুরু হয়েছে এটা খুব হালকা ছিল তাহলে এটা কি পিরিওড নাকি স্পটিং? উল্লেখ্য আমার স্বামী বলেছেন কোনো কিছুই ভেতরে আউট হয়নি। আমি বাবুকে ব্রেস্টফিড করাই। আমি খুবই টেনশনে আছি। যদি উত্তর দিতেন খুব উপকৃত হতাম। ধন্যবাদ।

Answered By : Dr. A.Gupta

  2 hours ago

প্রশ্ন করুন আপনিও