Popular Topics

আসসলামু আলাইকুম আমি প্রায় ১৫ বছর বয়স থেকে অতিরিক্ত হস্থমৈথন করে আসছি সে সময় আমার এ সম্পর্কে কোন জ্ঞান ছিলনা কিন্তু তার   ২ বছর পর থেকে খুব সমস্যা দেখা দিতে শুরুভ করে প্রথমে আমার পোশাবে সমস্যা দেখা দেয় আমার পোশাবে ঘন ঘন চাপ দেয় আর পেশাব বেগে হওয়ার পর সিরিন্স এ একটু চাপ দেওয়ার পর যে ভাবে পানি বের হয় সে ভাবে আমি চাপ দেওয়ার পর বের হয় আর ফোটা ফোটা বের হয় এটা থামেনা  চলতেই থাকে আর যদি থামে তাহলে চাপ পরলে বের হয়ে আসে । আর আমার এখন খুব দ্রুত বীর্জপাত হয় আমার শরির খুব দুর্বল মাথা চাপ দিয়ে থাকে আমার সাইনাসের সমস্যা ও দেখা দিছে আর আমার লিঙ্গ  ছোট আর চাম্রা পোড়া বাগুনের মত হয়ে গেছে আমার পায়খানা পরিস্কার হয়না খুব চাপ দিতে হয় আমার বয়স এখন ২০ বছর আমি হস্থমৈথন কমিয়ে দেওয়ার চেস্টা করছি এটা কয়েক বছর ধরে নেশা হয়ে গেছে আর আমার ওজন ৬৫ কেজি আমি এর প্রতিকার চায় আপনাদের থেকে আর কোন ডাক্তার দেখাতে হবে?

Answered By : Dr. A.Gupta

  2 years ago

প্রশ্ন করুন আপনিও